ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

সাকিবরা উড়িয়ে দিল রাজস্থান রয়্যালসকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১২, ১০ এপ্রিল ২০১৮

রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যানরা বলতে গেলে শুরু থেকেই দাঁড়াতেই পারেনি সানরাইজার্স হায়দারবাদের বোলারদের সামনে। আইপিলের মতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে তাদের মাত্র ১২৬ রানের স্কোরটা খুব বেশি বড় নয়। রাজস্থানের দেওয়া ছোট স্কোরের রান তাড়া করতে নেমে ধাওয়ান-উইলিয়ামসনের জুটিতে সহজ জয় পেয়ে যায় হায়দরাবাদ।

সোমবার সানরাইজার্স হায়দারবাদের নিজেদের মাঠে রাজস্থান রয়্যালসের দেওয়া ১২৬ রানের লক্ষ্য ৯ উইকেট হাতে রেখেই পেরিয়েছে তারা। সেটা আবার ২৫ বল হাতে রেখেই।
ম্যাচে দুর্দান্ত বল করেছেন হায়দরাবাদের বোলাররা। ২৩ রানে ২ উইকেট পেয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ সময়ের সবচেয়ে আলোচিত বলার আফগানিস্তানের রশিদ খান ৪ ওভারে দিয়েছেন ২৩ রান। উইকেট পেয়েছেন ১ টি। হায়দারবাদের সফলতম বোলার সিদ্ধার্থ কৌল, ৪ ওভারে ১৭ রান দিয়ে এ পেসার তুলে নিয়েছেন ২ উইকেট। ফলাফল, ৪৮টি ডট বল দিয়ে ৯ উইকেটে মাত্র ১২৫ রান তুলেছে রাজস্থান।
এ রানে ম্যাচ জিততে চাইলে শুধু ভালো বোলিং নয়, দুর্দান্ত ফিল্ডিংও করতে হতো রাজস্থানকে। মাত্র ৬ রানে ঋদ্ধিমান সাহার বিদায়ের পর ম্যাচটা জমবে বলেই মনে হচ্ছিল। কিন্তু এর আগেই শিখর ধাওয়ানের ক্যাচ ফেলেছেন অধিনায়ক অজিঙ্কা রাহানেই ভয়ংকর ভুল করলেন। আর শূন্য রানে থাকা ধাওয়ান এ সুযোগ কি হাতছাড়া করবেন? ৯ চার ও ১ ছক্কায় ৩৩ বলেই ফিফটি ছুঁয়েছেন ভারতীয় ওপেনার। অন্যপ্রান্তে ঠান্ডা মাথায় খেলেছেন কেন উইলিয়ামসন (৩৫ বলে ৩৬ রান)।
২৫ বল আগে যখন ম্যাচ শেষ হয়েছে ধাওয়ানের তখন ৫৭ বলে ১৩ চার ও ১ ছক্কার সাহায্যে ৭৭ রান। ১২১ রানের জুটির সঙ্গী অধিনায়ক উইলিয়ামসনও ১ ছক্কার পাশাপাশি মেরেছেন ৩টি চার।

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি