ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

সাকিবের অন্যরকম জন্মদিন উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ২৫ মার্চ ২০১৮

জন্মদিনটা এবার ব্যতিক্রমভাবেই উদযাপন করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার দুপুরে সাকিব নিজের জন্মদিনের কেক কাটলেন কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে। প্রিয় তারকা সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে সকাল থেকেই কানায় কানায় ভরপুর হয়ে ওঠে স্টেডিয়াম। ভক্তরা মাঠে আসেন ‘হ্যাপি বার্থডে টু সাকিব’ লেখা প্ল্যাকার্ড আর ফুল নিয়ে।

অবশ্য কিশোরগঞ্জে সাকিবের যাওয়ার উদ্দেশ্য ছিল ভিন্ন। দীর্ঘ আট বছর পর সেখানে প্রথম বিভাগ ক্রিকেট লিগ আয়োজন করা হচ্ছে। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নামে চালু হওয়া এ লিগ উদ্বোধন করতেই কিশোরগঞ্জে যাওয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, জাতীয় দলের সতীর্থ মোস্তাফিজুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি সভাপতি নিজের দলের খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়েছেন। মুস্তাফিজ প্রসঙ্গে পাপন বলেন, ভারত ভেবেছিল ফাইনালে মুস্তাফিজের করা ১৮তম ওভারেই খেলা শেষ হবে। কিন্তু একের পর এক চমকপ্রদ কাটারে সেই ওভারে মাত্র এক রান দিয়ে এক উইকেট তুলে নিয়ে ফিজ চমকে দিয়েছিল ভারতকে।

ফাইনালে পরাজিত হলেও ক্রিকেটারদের বাহবা দিয়ে পাশেই থেকেছেন পাপন, ‘দুর্ভাগ্যক্রমে ম্যাচটা আমরা শেষ বলে হেরে গেলেও আমাদের ক্রিকেটাররা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিল। বিশ্ব ক্রিকেটকে আমরা বার্তা দিতে পেরেছি যে ওয়ানডে আর টেস্টের সঙ্গে টি-টোয়েন্টিতেও আমরা এখন ছেড়ে কথা বলবোনা।’

তিনি বলেন, আমাদের ছেলেরা বীরের মতো লড়েছে। সারা বিশ্বকে জানান দিয়েছে, আমরা শুধু ওয়ানডেতে না, টেস্টেও ভালো করেছি। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়েছি। শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কায় গিয়ে হারিয়েছি। সেখানে আমাদের শততম টেস্ট জিতে এসেছি। এবার প্রমাণ করলাম, টি-টোয়েন্টিতেও কাউকে ছাড় দেব না!

কিশোরগঞ্জ লিগ শুরু হবে ২৯ মার্চ। অংশ নেবে ১৬টি দল। উদ্বোধনী অনুষ্ঠানের পর কেক কেটে সাকিব আল হাসানের জন্মদিন উদযাপন করা হয়। এ সময় গ্যালারিতে দর্শকরা সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ব্যানার প্রদর্শন করেন।

আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি