ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সাকিবের জন্য খারাপ লাগছে তামিম-মাশরাফির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ২৪ জুলাই ২০১৮

ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুতে দুই টেস্টের সিরিজে জঘন্যভাবে হারের পর বাংলাদেশ দলে গুমোটভাব তৈরি হয়েছিল। এটা কাটানোর একমাত্র উপায় ছিল জয়। গত রোববার গায়ানায় সেই কাজটিই করলেন মাশরাফি-তামিমরা। এর মাঝেও একটা আফসোস রয়ে গেল সাকিব আল হাসানের জন্য। সাকিব আল হাসান কী করলেন! মাত্র তিন রানের জন্য সেঞ্চুরিটা মিস করলেন! তবে তামিম ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত ছিলেন ১৩০ রানে।

রোববার ওপেনার এনামুল হক দ্রুত ফিরে যাওয়ার পর তামিমের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে সাকিব গড়লেন ২০৭। দ্বিতীয় উইকেট জুটিতে বাংলাদেশের যেটি সর্বোচ্চ। সব মিলিয়ে দ্বিতীয় আর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তৃতীয়। সাকিব-তামিম দুজনই সমান্তরালে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। সাকিব অবশ্য তামিমের তুলনায় একটু দ্রুত গতিতেই এগোচ্ছিলেন। বিশ্বসেরা অলরাউন্ডারের তিন অঙ্ক ছোঁয়াটা যখন সময়ের ব্যাপার, তখন তার যাত্রার সমাপ্তি! দেবেন্দ্র বিশুকে সুইপ করতে গিয়ে হেটমায়ারকে দিলেন ক্যাচ। ৯৭ রানে থেমে গেল দারুণ এক ইনিংস। টেস্ট-ওয়ানডে মিলিয়ে এ নিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে দুবার ৯৭ রানে ফিরলেন সাকিব।

বন্ধুর সেঞ্চুরি মিসে খারাপ লেগেছে তামিমের। ম্যাচ শেষে সেই খারাপ লাগার কথা বললেন বাঁহাতি ওপেনার, ‘হতাশাজনক। জানি না ও হতাশ হয়েছে কি না…অবশ্যই হতাশ। আমি জানি সে কী পরিশ্রম করেছে। এই উইকেটে পছন্দমতো শট খেলার কোনো উপায় ছিল না। অনেক কষ্টে রান করতে হয়েছে। ও অনেক কষ্ট করেছে। অথচ তিনটা রানের জন্য সেঞ্চুরি পায়নি। তবে যতটুকু করেছে সেটি সবার মনে রাখা উচিত।’

সাকিবের জন্য খারাপ লাগছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও, ‘ওরা দুজন যেভাবে খেলেছে অসাধারণ। ব্যাটিং বিভাগকে উজ্জীবিত করতে আমাদের এ মুহূর্তে এটাই দরকার ছিল। আর সাকিবকে যে কাজটা দেওয়া হয়েছে সেটি সে করতে পেরেছে। অবশ্যই সেঞ্চুরি করলে ভালো লাগত। কিন্তু যা প্রয়োজন ছিল, দলের জয়। সেটি হয়েছে।’

তবে সাকিব শুধু এতটুকুই জানালেন, সেঞ্চুরি হাতছাড়া নিয়ে তার কোনও আফসোস নেই।

সাকিব যে মানসিকভাবে অনেক দৃঢ় এ কথা তারই প্রমাণ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি