সাকিবের দলকে ১৪৭ রানের টার্গেট
প্রকাশিত : ২২:৫৫, ১২ এপ্রিল ২০১৮
সানরাইজার্স হায়দ্রাবাদের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সাকিব-আল হাসানের দলকে মাত্র ১৪৮ রানের মামুলি টার্গেট দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাট করতে নেমে মাত্র ৪ ওভার ৩ বলেই কোন উইকেট না হারিয়ে ৪০ রান তুলে ফেলেছে সাকিব বাহিনী।
শিখর দাওয়ান ও ঋদ্ধিমান শাহার ঝড়ো ব্যাটিংয়ে জয়ের দিকে এগুচ্ছে হায়দ্রাবাদ। এর আগে ব্যাট করতে নেমে এভিন লুইস ও কাইরন পোলার্ডের স্লথ ব্যাটিংয়ের উপর ভর করে মাত্র ১৪৭ রান তুলে কলকাতা। দুজনেরই সংগ্রহ মাত্র ২৩ রান করে। হায়দ্রাবাদের রশিদ খান ৪ ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট তুলে নেন। সাকিব ৪ ওভারে ৩৪ রান দিয়ে নেন ১ উইকেট।
এমজে/