ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সাকিবের পরিবর্তে বাংলাদেশের বিশ্বকাপ দলে এনামুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২১, ৭ নভেম্বর ২০২৩

অধিনায়ক সাকিব আল হাসানের জায়গায় বিশ্বকাপে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন ব্যাটার এনামুল হক বিজয়। ইনজুরির কারনে আগামী ১১ নভেম্বর পুনেতে ওয়ানডে বিশ^কাপে বাংলাদেশের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না সাকিব।

সাকিবের পরিবর্তে বিজয় বাংলাদেশ দলভুক্তির  অনুমোদন দিয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি। আইসিসির দেয়া এক বিবৃতিতে  আজ একথা  জানানো হয়েছে।
গতকাল শ্রীলংকার বিপক্ষে ম্যাচ খেলার সময় বাঁ-হাতের তর্জনীতে চিড় ধরে সাকিবের।

শ্রীলংকার বিপক্ষে ম্যাচে ৬৫ বলে ৮২ রান করে বাংলাদেশের ৩ উইকেটে জয়ে বড় অবদান রাখেন সাকিব। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি।

শ্রীলংকার বিপক্ষে ম্যাচে সাকিব ব্যথানাশক ওষুধ খান এবং ইনজুরি আক্রান্ত আঙুলে স্কচটেপ ব্যবহার করে মাঠে নামেন।  

মাত্র দুই ম্যাচ জয়ে ইতোমধ্যে বিশ^কাপ সেমিফাইনাল থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জনের জন্য শেষ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ টাইগারদের।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি