ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

সাকিবের ব্যাটে লজ্জা এড়ালো সিলেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ২৭ জানুয়ারি ২০২৩

ঢাকা এবং চট্টগ্রাম পর্বের পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ (২৭ জানুয়ারি) থেকে শুরু হলো বিপিএল ম্যাচ। সিলেটের মাঠে স্বাগতিক হিসেবে নেমেছে এবারের আসরের সবচেয়ে সফল দল সিলেট স্ট্রাইকার্স। 

তবে সিলেটে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়েছে দলটি। রংপুর রাইডার্সের বিপক্ষে টস হেরে সিলেট পর্ব শুরু করে মাশরাফি বিন মোর্ত্তজার সিলেট।

সিলেটের পক্ষে ব্যাটিং করতে নামেন টম মুরস এবং নাজমুল হোসাইন শান্ত। রংপুরের বিপক্ষে প্রথম ওভারটা উইকেটহীন কাটায় সিলেট। তবে রান তুলতে পারে মোটে ২টি। এরপর টানা চার ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপর্যস্ত হয়ে পড়ে স্বাগতিকরা।

রংপুরের দুর্দান্ত বোলিংয়ের সামনে এক পর্যায়ে ১৮ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে দলটি। 

উইকেটে কিছু ঘাস থাকায় উইকেট থেকে রংপুরের পেসাররা দারুণ গতি, সুইং আদায় করে নিচ্ছিল। স্পিনাররাও বড় টার্নই পেয়েছে উইকেট থেকে। উইকেটের এই সুবিধা কাজে লাগিয়ে সিলেটকে বিপিএলের সর্বনিম্ন স্কোরে আউট করানোরও চেষ্টা করেছে। 

বিপিএলের ইতিহাসে সর্বনিম্ন স্কোর হচ্ছে ৪৪। ২০১৬ সালে রংপুর রাইডার্সের বিপক্ষে এই রানে অলআউট হয়ে যায় খুলনা টাইটান্স। 

তবে সাকিব নামে আরেক অলরাউন্ডারের ব্যাটিংয়ে ভর করে সেই লজ্জা থেকে ভালোভাবেই উৎরে যায় সিলেট। ৩৬ বল খেলা তানজিম হাসান সাকিব পাঁচটি চার ও দুটি ছয়ের মারে সর্বোচ্চ ৪১ রান করেন। এছাড়া ২১ বলে ২১ রান করেন অধিনায়ক মাশরাফি। 

সিলেটের হয়ে এদিন দুই অংক ছুঁতে পারেন কেবল এই দুজনেই। আর এতেই লজ্জা এড়িয়ে শতক ছুঁতে না পারলেও ৯ উইকেটে ৯২ রান সংগ্রহ করতে পারে স্বাগতিক দল। 

রংপুরের পক্ষে আজমতুল্লাহ ওমরজাই ও হাসান মাহমুদ ৩টি করে এবং স্পিনার মাহেদী হাসান ২টি ও হারিস রউফ একটি উইকেট লাভ করেন।

এনএস//এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি