ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

সাকিবের ৪০০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০২, ৩ মার্চ ২০২২

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে উইকেট প্রাপ্তির পর সতীর্থদের সঙ্গে সাকিব- ক্রিকইনফো।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে উইকেট প্রাপ্তির পর সতীর্থদের সঙ্গে সাকিব- ক্রিকইনফো।

সীমিত ওভারের ক্রিকেটে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২টি উইকেট নিয়েই রঙিন পোশাক অর্থাৎ ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে সাদা বলের ক্রিকেটে ৪০০ উইকেট পূর্ণ হলো বিশ্বসেরা এই তারকার।

বৃহস্পতিবার বিকেলে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব। এতে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৪০০ উইকেট শিকার পূর্ণ হয় সাকিবের।

এ পর্যন্ত ২১৮ ওয়ানডে খেলা সাকিবের উইকেট সংখ্যা ২৮২টি এবং ৯৫টি টি-টোয়েন্টিতে শিকার সংখ্যা ১১৯।

এদিকে, ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টেস্ট মিলিয়ে ইতোমধ্যেই ৬০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। তিন ফরম্যাট মিলিয়ে ১৫ বছরের ক্যারিয়ারে ৩৭১ ম্যাচে ৬১৬ উইকেট ঝুলিতে রয়েছে তার। সঙ্গে রয়েছে ১৪টি শতকে করা সাড়ে ১২ হাজার (১২,৫৮৮) রান।  

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি