ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

সাজানো সংসার এখন শুধুই স্বপ্ন [ভিডিও]

প্রকাশিত : ১৯:২৬, ১৪ সেপ্টেম্বর ২০১৮

শরীয়তপুরের নড়িয়ায় অব্যাহত আছে পদ্মার ভাঙন। গত দু’দিনে নদীতে পানিও বেড়েছে কিছুটা। ভাঙনে গৃহহীন পরিবারগুলো অবস্থান করছে খোলা আকাশের নিচে। পুনর্বাসনের দাবি জানিয়েছে তারা।

পানি কমলে স্থায়ী বাঁধ নির্মাণসহ ক্ষতিগ্রস্তদের সহায়তার কথা জানিয়েছে প্রশাসন।

নড়িয়ার বাঁশতলা, সাধুর বাজার ও মুলফৎগঞ্জ এলাকায় কিছু দিন আগেও ছিল অনেকের সাজানো সংসার, ব্যবসা প্রতিষ্ঠান, দোকান পাট আর ফসলী জমি। তাদের কাছে এখন তা শুধুই স্বপ্ন। পদ্মার আগ্রাসনে তছনছ হয়ে গেছে সবকিছু।

সবকিছু হারিয়ে অনেক ধনাঢ্য পরিবারও অবস্থান নিয়েছে রাস্তায়, খোলা আকাশের নিচে। তারা জানান, তীব্রতা কমলেও অব্যাহত আছে ভাঙন।

পদ্মায় বিলীন হয়েছে দুটি প্রাইমারি, একটি হাই স্কুল ও একটি মাদ্রাসা। বন্ধ হয়ে গেছে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়া। বড়দের সাথে আতঙ্কের ছাপ এসব কোমলমতি শিশুদের চোখে মুখেও।

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও দ্রত বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।

ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের কথা জানিয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

ভিডিও: https://youtu.be/2V3rgzkmbvI

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি