ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

সাত অপারেটিং সিস্টেমে চলবে না হোয়াটসঅ্যাপ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ১৮ জুন ২০১৭ | আপডেট: ১৫:৪০, ১৯ জুন ২০১৭

পুরনো সাতটি অপারেটিং সিস্টেমে আর চলবে না হোয়াটসঅ্যাপ। আগামী ৩০ জুনের পর ওইসব অপারেটিং সিস্টেমে নিজেদের সমর্থন বন্ধ করে দেবে জনপ্রিয় এ অ্যাপটি। ফলে অপারেটিং সিস্টেমগুলোতে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না।

অপারেটিং সিস্টেমগুলো হলো- অ্যানড্রয়েড ২.১ ও ২.২, উইন্ডোজ ফোন ৭, নকিয়া সিম্বিয়ান এস৬০, নকিয়া এস৪০, ব্ল্যাকবেরি এবং ব্ল্যাকবেরি১০।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, ভবিষ্যতে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে যাওয়া নানা প্রযুক্তিসেবা পুরনো অপারেটিং সিস্টেমগুলো সমর্থন করতে পারবে না। ফলে হোয়াটসঅ্যাপের বিভিন্ন সেবা পেতে ব্যবহারকারীদের অপারেটিং সিস্টেম হালনাগাদ করতে হবে।

এর আগে ডিসেম্বরে পুরনো সংস্করণের ওএস এবং হ্যান্ডসেটে সমর্থন সেবা বন্ধের সিদ্ধান্ত নিলে পরে ব্যবহারকারীদের অনুরোধে সময় বৃদ্ধি করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

এছাড়া হোয়াটঅ্যাপ কর্তৃপক্ষ এও বলেছিল, তারা ব্ল্যাকবেরি ওস, ব্ল্যাকবেরি ১০, নোকিয়া এস৪০ আর নোকিয়া সিম্বিয়ান এস৬০ এর জন্য ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত সাপোর্ট বর্ধিত করবে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি