ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

সাত বছর পর নতুন অ্যালবাম নিয়ে আসছে নেমেসিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ৩০ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৩:৩৬, ৩০ অক্টোবর ২০২৪

তরুণ প্রজন্মের কাছে বিপুল জনপ্রিয় ব্যান্ড ‘নেমেসিস’। সাত বছর পর নতুন অ্যালবাম নিয়ে আসছে তারা। তাদের চতুর্থ অ্যালবাম প্রকাশ উপলক্ষে দেশ-বিদেশে বেশ কিছু কনসার্টের পরিকল্পনা করেছে বলে জানিয়েছে নেমেসিস।

ব্যান্ডের অন্যতম সদস্য ও ভোকাল-গিটারিস্ট জোহাদ রেজা চৌধুরী জানান, আন্তর্জাতিক শিল্পীদের মতো তারাও কয়েকটি গান প্রকাশের পর নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যালবামের নাম প্রকাশ করবেন। 

এই প্রসঙ্গে জোহাদ বলেন, ‘আমরা এখন দেখি, আন্তর্জাতিক শিল্পীরা পুরো অ্যালবাম প্রকাশের আগে অ্যালবামের তিন–চারটা গান প্রকাশ করে। আমরাও সেই একই পথে হাঁটছি।’

‘ঘোর’, এবং ‘ভাঙা আয়না’ শিরোনামে দুটি গান প্রকাশ করেছে ব্যান্ডটি। সম্প্রতি প্রকাশ করা এই অ্যালবামটি তাদের ‘চতুর্থ’ অ্যালবাম। নতুন অ্যালবামে মোট গান আছে ১০টি। জোহাদ রেজা চৌধুরী নতুন অ্যালবামের গানগুলোর কথা লিখেছেন ও সুর করেছেন।

নতুন অ্যালবামের গান প্রসঙ্গে জোহাদ বলেন, ‘প্রতিটা গান লিরিকস অনুযায়ী আপন মনে হয়েছে। কারণ, এসব গানের বেশির ভাগই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বানানো। ২৫ বছর ধরে নেমেসিস আছে, তাই আরেকটু নিরীক্ষাধর্মী কাজ না করলে নিজেদের মধ্যে অনুতাপ থেকে যাবে ভেবেছি।’

১৯৯৯ সালে যাত্রা শুরু করা ‘নেমেসিস’ বিগত ২৫ বছরে সবমিলিয়ে ৩টি অ্যালবাম করেছে । ২০০৫ সালে আসে তাদের প্রথম একক অ্যালবাম ‘অন্বেষণ’। ২০১১ সালে দ্বিতীয় অ্যালবাম ‘তৃতীয় যাত্রা’। ২০১৭ সালে
‘গণজোয়ার’। কাঁকতালীয়ভাবে তাদের প্রথম তিনটি অ্যালবামই প্রকাশিত হয় ছয় বছর পরপর। 

জনপ্রিয় এই ব্যান্ডটি তাদের দ্বিতীয় অ্যালবামের জন্য সেই বছরের শ্রেষ্ঠ ব্যান্ড (ক্রিটিক) হিসেবে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ পায়।

তাদের অন্যতম শ্রোতাপ্রিয় কিছু গান হলো — ‘বীর’, ‘নির্বাসন’ ,‘তৃতীয় মাত্রা’ , ‘এগিয়ে যাও’ , ‘গণজোয়ার’ প্রভৃতি। বর্তমানে নেমেসিসের সদস্য  সংখ্যা পাঁচজন । লাইনআপ হচ্ছে জোহাদ রেজা চৌধুরী (ভোকাল ও গিটার), রাফসান (গিটার), ইফাজ (গিটার), রাতুল (বেজ গিটার) ও জেফ্রি (ড্রামস)।

জোহাদ বলেন, প্রত্যাশা আর প্রাপ্তি মিলিয়ে ২৫ বছরের ভ্রমণটা এককথায় অবিশ্বাস্য, এত বছর আমরা একসঙ্গে গান করব, মানুষের এত ভালোবাসা পাব ভাবিনি। তিনি আরও বলেন, ‘গান করার পাশাপাশি আমরা শেখার প্রতিও গুরুত্ব দিয়ে আসছি। না শিখলে ভালো গান করা কঠিন। সময় পেলেই সবাই একসঙ্গে বসি! জ্যামিং করি। এর মধ্যে অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে। শান্তি লাগে!’ 

সাম্প্রতিক আন্দোলনের সময় ছাত্র–জনতার পক্ষে সক্রিয় ছিলেন ব্যান্ডের ভোকাল জোহাদ। এসময়  ‘গণজোয়ার’ গানটি আন্দোলনকারীদের উদ্দীপ্ত করেছে বলে জানালেন জোহাদ।

কাফা/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি