সাত হাসপাতালে ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্টের পিপিই বিতরণ
প্রকাশিত : ২২:৪৬, ২৫ মার্চ ২০২০
চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে করোনা চিকিৎসায় সরকার নির্ধারিত হাসপাতালসহ রাজধানীর ৭টি হাসপাতালে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ করেছে ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্ট৷ বুধবার (২৫ মার্চ) দিনব্যাপী এ কর্মসূচী পালন করে সংগঠনটি৷
পিপিই বিতরণকৃত হাসপাতালগুলো হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল এবং ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল৷
ট্রাস্টের প্রজেক্ট ফর হিউম্যানিটির অংশ হিসেবে হাসপাতালগুলোতে স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক, গ্লভস, গাউন, গগলস, হেডকভার ও সু-কভার বিতরণ করেন৷ এসময় তারা কুয়েত মৈত্রী হাসপাতালে করোনা আক্রান্ত দুই চিকিৎসকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন৷
ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মোবারক হোসাইন, ট্রেজারার ডা. আজমাইন ইকতেদার ও কমিউনিকেশন বোর্ড সেক্রেটারী ও করোনা প্রিভেনশন প্রোগ্রামের প্রধান সমন্বয়ক এস এম মামুনের সমন্বয়ে একটি টীম হাসপাতালগুলোর পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তাদের নিকট সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন৷
সংগঠনটির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ঢামেকহার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, বাংলাদেশ বর্তমানে একটি বৈশ্বিক দুর্যোগ মোকাবেলা করছে৷ এসময় শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে সবাই এগিয়ে আসা উচিত৷ আশাকরি ট্রাস্ট বাংলাদেশের সকল চিকিৎসককে তাদের সাথে নিয়ে এ দুর্যোগ মোকাবেলায় ভূমিকা রাখবে৷
অন্যান্য হাসপাতালের পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দও এ উদ্যোগের প্রশংসা করেন এবং মানবকল্যাণে ট্রাস্টের কাজকে অব্যাহত রাখার আহবান জানান৷
ট্রাস্টের সভাপতি ডা. মোবারক হোসাইন বলেন, দেশে চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের পিপিইর ব্যাপক চাহিদা রয়েছে৷ আমরা আমাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি৷ বর্তমান পরিস্থিতি কতদিন স্থায়ী হবে জানা নেই৷ আমরা আমাদের এ কার্যক্রম চালিয়ে যাব৷ এখন শুধু ঢাকার মধ্যে বিতরণ করেছি৷ পর্যাপ্ত তহবিল সংগ্রহ করতে পারলে ঢাকার বাহিরেও আমরা পিপিই বিরতণ করবো৷
এসময় তিনি ট্রাস্টের তহবিলে অনুদান প্রদানকারী সকল শুভাকাঙ্খীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ তাদের প্রতি অনুদান অব্যাহত রাখার আহবান জানান৷ সেই সাথে সমাজের বিত্তবানদেরকেও ট্রাস্টের তহবিলে দান করার আহবান জানান৷
সাহায্য পাঠানোর জন্য:
মোবারক হোসাইন
অ্যাকাউন্ট নাম্বার: 00180310042352
ট্রাস্ট ব্যাংক লিমিটেড
মো. আজমাইন ইকতিদার
অ্যাকাউন্ট নাম্বার: 183151143566
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড
বিকাশ (পার্সোনাল):
01842500603
01842500604
রকেট (পার্সোনাল):
018425006039
017828706439
আরকে//