ঢাকা, রবিবার   ৩০ জুন ২০২৪

সাতক্ষীরা থেকে অস্ত্রসহ ২ বনদস্যু আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ২৬ এপ্রিল ২০১৭ | আপডেট: ১১:০১, ২৬ এপ্রিল ২০১৭

সাতক্ষীরার শ্যামনগর থেকে অস্ত্রসহ দুই বনদস্যুকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২ টার দিকে গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো বনদস্যু বায়েজিদ হোসেন ও তার সহযোগী মুকুল সরদার। পুলিশ জানায়, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের দুই বনদস্যু খোলপেটুয়া গ্রামে অবস্থান করছে। সেখানে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন খবরে অভিযান চালায় পুলিশ। পরে খোলপেটুয়ার নিজ বাড়ি থেকে বায়েজিদ হোসেন ও তার সহযোগী মুকুল সরদারকে আটক করা হয়। এসময় দুটি শাটার গান জব্দ করে পুলিশ।

 


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি