ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ২৫ মে ২০১৮ | আপডেট: ১২:০৭, ২৫ মে ২০১৮

সাতক্ষীরার কলারোয়ায় কথিত বন্দুকযুদ্ধে ইউনুস আলী (৪২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশের ভাষ্য, মাদক ভাগাভাগি নিয়ে দুগ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ইউনুস আলী। তার বিরুদ্ধে কলারোয়া থানায় কয়েকটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দিবারাত পৌনে ২টায় দিকে কলারোয়ার বড়ালি রামকৃষ্ণপুর সীমান্তে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ৭০ বোতল ফেনসিডিল জব্দ করেছে।

নিহত ইউনুস আলী দালাল কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের আবদুল্লাহ দালালের ছেলে বলে জানা গেছে।

কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশের কাছে খবর আসে যে বড়ালি সীমান্তে মাদক চোরাচালানিদের দুগ্রুপ মাদক ভাগাভাগি নিয়ে গোলাগুলি এবং সংঘর্ষে লিপ্ত হয়েছে। এ খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। কিছুক্ষণ পর গোলাগুলি থেমে গেলে এক ব্যক্তিকে ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করতে শোনা যায়। পুলিশ তাকে উদ্ধার করে জানতে পারে তার নাম মো. ইউনুস আলী। পরে তাকে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি