ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাতক্ষীরায় বোরো ধানের ফলন বৃদ্ধিতে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪২, ১৪ অক্টোবর ২০১৯ | আপডেট: ১৫:৪২, ১৪ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

‘খুলনা-যশোর অঞ্চলে বোরো ধানের আবাদ ও ফলন বৃদ্ধিতে করণীয়’ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়।

সোমবার সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) বিনেরপোতা, সাতক্ষীরার আয়োজনে শহরের অদূরে মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট (ব্রি) এর মহাপরিচালক ড. মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সনৎ কুমার সাহা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট (ব্রি) এর গবেষণা পরিচালক ড. তমল লতা অদিত্য, কৃষিসম্প্রসারণ অধিদফতর খুলনা অঞ্চলের অতিরিক্ত পারিচালক কাজী আব্দুল মান্নান, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী, সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল প্রমুখ।

কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সাতক্ষীরার প্রধান বৈজ্ঞানিক ড. মো. ইব্রাহিম।

বক্তারা এ সময় বলেন, জমির অবস্থান ও উর্বরতা বুঝে উপযুক্ত ধানের জাত নির্বাচন করতে হবে এবং সব জমিতে একই জাতের ধানের চাষ না করে বিভিন্ন জাতের ধান চাষ করলে প্রাকৃতিক দুর্যোগ ও পোকামাকড় বা রোগবালাইজনিত ক্ষয়ক্ষতির ঝুঁকি কমানো সম্ভব হবে। বক্তারা এ সময় বোরো ধানের আবাদ ও ফলন বৃদ্ধিতে কি কি করণীয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি