ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

সাতক্ষীরায় মরিচ্চাপ নদীর উপর নির্মিত ব্রিজটি পরিণত হয়েছে মরণ ফাঁদে

প্রকাশিত : ১০:১২, ১৭ মে ২০১৬ | আপডেট: ১০:১২, ১৭ মে ২০১৬

সংস্কারের অভাবে সাতক্ষীরার আশাশুনিতে মরিচ্চাপ নদীর উপর নির্মিত ব্রিজটি পরিণত হয়েছে মরণ ফাঁদে। বার বার ঝালাই করে ব্রিজটির মেরামত হলেও তা যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। দ্রুত ব্রিজটি সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী। সাতক্ষীরা জেলা শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম আশাশুনির মরিচ্চাপ নদীর উপর নির্মিত এই ব্রিজ। বেহাল দশায় দুর্ভোগের শেষ নেই আশাশুনিবাসীর। লোহার  ব্রিজটির বেশিরভাগ স্থানেই সৃষ্টি হয়েছে গর্ত। প্লেট নষ্ট হওয়ায় লোহার রড, ও পরিত্যক্ত প্লেট দিয়ে ঝালাই করে মাঝে মাঝেই মেরামত করা হয় ব্রিজটি। তবে কয়েকদিনের মধ্যেই ফিরে যায় আবার আগের অবস্থায়। ফলে মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে দিনের বেলায় যান চলাচল করলেও রাতের বেলায় তা পরিণত হয় মৃত্যু ফাঁদে। সড়ক ও জনপথ বিভাগ বলছে, ব্রিজটি সংস্কারের জন্য বরাদ্দ আছে। শিগগিরই শুরু হবে কাজ। যেনতেনভাবে নয়, মানসম্মত সরঞ্জামে দ্রুত ব্রিজটির সংস্কার দাবি করেছেন স্থানীরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি