ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৯, ৪ আগস্ট ২০১৭

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। শুক্রবার সকালে জেলার তালা শ্যামনগর উপজেলায় দুর্ঘটনা ঘটে 

নিহতরা হলেন- তালার ভৈরবনগরের তারাপদ মণ্ডলের স্ত্রী গুরুদাসী মণ্ডল (৫০), আবদুল গফফারের মেয়ে আছিয়া খাতুন (১০) এবং শ্যামনগরের হরিনগর গ্রামের নূর ইসলাম শেখের স্ত্রী লাইলী বেগম (৬০)।

আহতদের মধ্যে চারজনকে সাতক্ষীরা সদর হাসপাতলে ও একজনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে একটি বাস খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই গুরুদাসী ও আছিয়ার মৃত্যু হয়। আহত হন আরও চারজন।

দুর্ঘটনার পরপর সাতক্ষীরা-খুলনা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়

এদিন অপর ঘটনায় সকাল সাড়ে ৭টার দিকে শ্যামনগর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ এলাকার প্রধান সড়কে ট্রাক চাপায় লাইলী বেগম নিহত হন।

 

//আর//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি