ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৩, ২১ মার্চ ২০১৮ | আপডেট: ০৮:৩০, ২১ মার্চ ২০১৮

ছবি : ফাইল ফটো

ছবি : ফাইল ফটো

বাস পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহা এলাকায় ৬ জন নিহত হয়েছেন। সময় আহত হয়েছে আরও ১০ জন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের মো. আশিকুজ্জামান (১২), তার বোন মিম (৩) ও তাদের মা আকলিমা খাতুন, নূর বানু, সাইদুল ইসলাম ও সাব্বির হোসেন। তারা সবাই একই পরিবারভুক্ত বলে জানা গেছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, কয়েকজন যাত্রী নিয়ে পিকআপটি সাতক্ষীরা থেকে খুলনা অভিমুখে যাচ্ছিল। এ সময় যাত্রীবাহী একটি বাস সাতক্ষীরার দিকে আসছিল। তালা উপজেলার পাটকেলঘাটার শাকদহা ব্রিজ পার হয়ে ভৈরবনগর আহসাননগরে আসতেই বাস ও পিকআপটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ছয়জন।

পুলিশ হতাহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি