ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাতক্ষীরায় ৮ বিঘা জমিজুড়ে বটগাছ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২১, ১৯ অক্টোবর ২০১৮ | আপডেট: ২০:২১, ১৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বনবিবির বটগাছ। বয়স তিনশ বছরের বেশি। অবস্থান আট বিঘা জমিতে। খুঁজে পাওয়া যায় না এর গোড়া। সাতক্ষীরার দেবহাটায় রহস্যঘেরা এই বৃক্ষ দেখতে প্রতিদিন ভিড় করে অনেক মানুষ।

সাতক্ষীরার দেবহাটা উপজেলা সদর থেকে কিছু দূর গেলেই বনবিবির বটগাছের দেখা মিলবে। প্রায় ৮ বিঘা জমিজুড়ে এর অবস্থান। জনশ্র“তি আছে, তিনশ বছর আগে জমিদার ফনীভূষণ ম-ল গাছটিকে দেবী জ্ঞান করে, নাম রাখেন বনবিবির বটগাছ। তখন থেকেই শুরু হয় এর পূজা।

এই বৃক্ষের মূল কোথায়, তা জানা সম্ভব হয়নি। এটি দেখতে প্রতিদিনই জড়ো হয় দূর-দূরান্তের মানুষ।

বিশাল এই গাছ নিয়ে অনেক কুসংস্কার প্রচলিত আছে। এর একটি হলো- যিনি এর ডাল কাটবেন, তিনি বিপদে পড়বেন। দীর্ঘদিন কেউ ডাল না কাটায়, বেড়েছে এর আকার-আয়তন।

স্থানটি পর্যটকবান্ধব করতে উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক।

সাতক্ষীরার এই বনবিবির বটগাছ ঘিরে প্রতিবছর বৈশাখে আয়োজন করা হয় মেলার।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি