ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাতপাকে পাওলি, বিয়ের ছবি দেখুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩১, ৬ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১২:২৭, ৬ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ঠিক সময়েই সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী পাওলি দাম। গুয়াহাটির বাসিন্দা, ব্যবসায়ী অর্জুন দেবের সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন তিনি। মেহেন্দি থেকে গায়ে হলুদ, জমজমাট উৎসবে ঘনিষ্ঠদের সঙ্গে মেতে উঠেছিলেন পাওলি৷ সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে বর-বউ-এর এসব ছবি। সেসব ছবিরই কিছু তুলে ধরা হল আপনাদের সামনে।

জানা গিয়েছে, বিয়ের পরই পরিবারের সঙ্গে গুয়াহাটিতে যাবেন পাওলি। কিছুদিন সেখানে কাটিয়ে আবারও ব্যাক টু কলকাতা।

বিয়ের পর অনেকেই লম্বা সময়ের জন্য অভিনয় থেকে বিশ্রাম নেন। তবে পাওলি নতুন উদ্যমে ফের কাজে নেমে পড়বেন বলেই জানা গেছে।

উল্লেখ্য, তিন ইয়ারি কথা তাঁর প্রথম সিনেমা হলেও অগ্নিপরীক্ষাই প্রথমে মুক্তি পায়। কালবেলা, মনের মানুষ, ছত্রাক, এলার চার অধ্যায়, নাটকের মতো, এমনই বহু সিনেমাতে তিনি সাড়া ফেলে দেন। হিন্দি সিনেমা হেট স্টোরির হাত ধরেও বলিউডে স্বল্প সময়েই পরিচিত নাম হয়ে ওঠে পাওলি। বিতর্কে নাম জড়ালেও অভিনয় প্রতিভাই যেন বারবার তাঁকে সব বিতর্ককে পিছনে ফেলে এগিয়ে যেতে সাহায্য করেছে।

বিয়েতে লাল বেনারসীতে সেজে উঠেছিলেন পাওলি্। চিরাচরিত প্রথা মেনেই বিয়েটা সেরে ফেললেন বর-কনে। আগামী ১০ ডিসেম্বর গুয়াহাটিতে হতে চলেছে তাঁদের বিয়ের রিসেপশন। তবে মধুচন্দ্রিমায় কোথায় পাড়ি দেবেন নবদম্পতি, তা এখনও জানা যায়নি।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি