ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাতপাকে বাঁধা পড়লেন গৌরব-রিধিমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ২৯ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৯:৪৮, ২৯ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন গৌরব-রিধিমা। বহুদিন ধরেই চলছিলো দুই তারকার প্রেমের পর্ব। বিয়ে নিয়েও কম গুঞ্জন হয়নি। তবে সেভাবে নিজেদের বিয়ে নিয়ে রাখঢাক করেননি গৌরব-রিধিমা।

পূর্ব পরিকল্পনা মতোই নির্দিষ্ট দিনে শুভ কাজটি সেরে ফেললেন দুজনে। আর তাঁদের বিয়ের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন পরিবার থেকে ঘনিষ্ঠজনেরা। উপস্থিত ছিল টলিউডের অনেকেই।

বড় পর্দায় ফ্রেন্ড সিনেমা এবং ছোট-পর্দায় বউ কথা কউ ধারাবাহিক, এই দুইয়ের হাত ধরেই শুরু হয়েছিল যাত্রা। তবে বিজ্ঞাপন বা মডেলিং-এর দৌলতে বহু আগে থেকেই পরিচিত এবং জনপ্রিয় মুখ রিধিমা ঘোষ।

অন্যদিকে, বড় পর্দায় রংমিলান্তি এবং ছোট পর্দায় গানের ওপারে দিয়ে যাত্রা শুরু সব্যসাচী এবং মিঠু চক্রবর্তীর পড় ছেলে গৌরব চক্রবর্তীর। কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই রংমিলান্তি সিনেমাতে অভিনয় করেছিলেন রিধিমাও।

বেশ কিছুদিন ধরেই কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে রিধিমা বিয়ের তোড়জোড় করছিলেন বলেই শোনা গিয়েছিল। অবশেষে সেই শুভক্ষণে গাঁটছড়া বাঁধলেন গৌরব-রিধিমা।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি