ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাদপন্থী নেতা নূরের তিনদিনের রিমান্ড মঞ্জুর

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০১, ২২ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৪:০৩, ২২ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

তাবলিগ জামাতের মাওলানা সাদের অনুসারী মোয়াজ বিন নূরের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

রোববার দুপুরে কড়া পুলিশে নিরাপত্তায় গাজীপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক আলমগীর আল মামুনের আদালতে তোলা হয় তাকে।

এ সময় পুলিশ সাত দিন রিমান্ড চাইলে বিচারক তিনদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

টঙ্গীর ইজতেমা ময়দান নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে টঙ্গী পশ্চিম থানায়। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকশ’ জনকে আসামি করা হয়েছে।

গত ১৯ ডিসেম্বর জুবায়ের অনুসারীর সাথী এস এম আলম হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। 

এর আগে গত শুক্রবার ভোররাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মোয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।

এর আগে গেলো ১৮ ডিসেম্বর তুরাগ তীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় জুবায়ের ও সাদপন্থীরা। এতে চারজন নিহত হন এবং আহত হন শতাধিক। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি