ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

সাদি মহম্মদের অকাল প্রয়াণে প্রজন্ম ৭১-এর শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৩, ১৪ মার্চ ২০২৪

প্রজন্ম ৭১ এর সদস্য, বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী, শহীদ মুক্তিযোদ্ধা মহম্মদ সলিমউল্লাহ’র সন্তান সাদি মহম্মদের অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছে প্রজন্ম ৭১।

প্রজন্ম ৭১- এর প্যাডে লেখা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই শোক প্রকাশ করা হয়।

সেখানে লেখা হয়, সাদি মহম্মদের অকাল প্রয়াণ আমাদের স্তব্ধ করে দিয়েছে। এই মর্মবেদনা ভাষায় প্রকাশ করা দুঃসহ। আমরা অভিভাবকতুল্য এক বড় ভাইকে হারালাম, যখন তার মত নির্মোহ,মানবিক মানুষ এই দেশের খুব প্রয়োজন ছিল। 

উল্লেখ্য, সাদি মহম্মদের মা, শহীদ জায়া বেগম জেবুন্নেছা সলিমউল্লাহ ২০২৩ সালে এবং বোন পারভিন আলম জিনিয়া ২০২২ সালে মৃত্যুবরণ করেন। এত দ্রুত সময়ে একই পরিবারের তিনজন মানুষের চলে যাওয়া মেনে নেয়া কষ্টকর।

সাদি মহম্মদ রবীন্দ্রসংগীতের ওপর ব্যাচেলার ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন বিশ্ব ভারতী থেকে। এরপর থেকে গত চার দশক ধরে তার গাওয়া রবীন্দ্রসংগীত শুধু বাংলাদেশে নয়, ভারতের পশ্চিমবঙ্গের শ্রোতাদের মনেও স্থায়ী আসন নিয়েছে। ২০০৭-এ সাদী মোহাম্মদ প্রথম সংগীত পরিচালক হিসেবে তার প্রথম অ্যালবাম ”আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে” প্রকাশ করেন।

এরপর তার আরও দুটো অ্যালবাম ”শ্রাবণ আকাশে” ও ”স্বার্থক জনম আমার” প্রকাশিত হয়। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের এবং রবিরাগ সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়া কলিম শরাফি প্রতিষ্ঠিত সংগীত ভবনেরও তিনি প্রতিষ্ঠাতা সদস্য। রেখে গেছেন অগনিত গুণমুগ্ধ ছাত্রছাত্রী।

পেয়েছেন বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কারসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সম্মাননা। প্রজন্ম ৭১ এর বিভিন্ন আয়োজন সাদি ভাইয়ের স্মৃতি বিজড়িত।

সাদি মহম্মদের ভাই স্বনামধন্য নৃত্যশিল্পী ও প্রজন্ম ৭১ এর কার্যনির্বাহী সদস্য শিবলী মহম্মদ জানিয়েছেন, আজ ১৪ মার্চ বাদ যোহর সাদি মহম্মদের জানাযা অনুষ্ঠিত হবে মোহাম্মদপুর ঈদগাহ মাঠ মসজিদে। এরপর দাফনও সম্পন্ন হবে ঈদগাহ মাঠ সংলগ্ন কবরস্থানে।

প্রজন্ম ৭১ (মুক্তিযুদ্ধে শহীদদের সন্তান) আরো একজন স্বজনকে হারালো। আমরা মরহুমের পরিবারের প্রতি শোক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি