সাদেক খানের মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত : ১৬:৩১, ১৬ মে ২০২০ | আপডেট: ১৬:৪২, ১৬ মে ২০২০
ভাষাসৈনিক ও সাংবাদিক সাদেক খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৬ সালের আজকের এই দিনে তিনি মারা যান। পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার প্রয়াত আবদুল জব্বার খানের বড় ছেলে তিনি।
সাদেক খান বায়ান্নর ভাষা আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে কেন্দ্রীয় সংগ্রাম কমিটির সভা থেকে গ্রেপ্তার হয়েছিলেন। ১৯৫৫ থেকে ৫৭ সাল পর্যন্ত তিনি দৈনিক সংবাদে সহ-সম্পাদক পদে কাজ করেন। এরপর তিনি চলচ্চিত্র জগতে ব্যস্ত সময় অতিবাহিত করেন। ‘নদী ও নারী’ তার কালজয়ী চলচ্চিত্র।
সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য তিনি একুশে পদকে ভূষিত হয়েছেন। তিনি সাপ্তাহিক হলিডে পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি নিয়মিত সংবাদপত্রে কলাম লিখতেন।
করোনার কারণে ঘরোয়াভাবে দোয়া মাহফিলের মাধ্যমে আজ তার মৃত্যুবার্ষিকী পালন করা হবে।
এসএ/