সাধ্য থাকলে নির্বাচন ঠেকান: ওবায়দুল কাদের
প্রকাশিত : ২০:৩৩, ৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:১৫, ৫ জানুয়ারি ২০১৮
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে অংশ না নিলে বিরল প্রাণীর মতো বিলুপ্ত হয়ে যাবে বিএনপি। বিএনপির একাদশ জাতীয় নির্বাচন ঠেকানোর সাধ্য থাকলে দেখাতে পারে। শেখ হাসিনার নেতৃত্বে জনগণ বিএনপিকে প্রতিহত করবে।
আজ শুক্রবার বিকালে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসমাবেশে তিনি এ মন্তব্য করেন।
`৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস` শীর্ষক এ জনসভায় সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সভাপতি আবুল হাসনাত।
এসময় ওবায়দুল কাদের বলেন, সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময় চলে গেলে আর ফিরে আসে না। আগামী নির্বাচনে অংশ নিতে বিএনপি মিস করলে দল হিসেবেও বিএনপি মিস হয়ে যাবে। আজকের এ দিন বিএনপির জন্য রাজনীতির হত্যা দিবস। এ দিনেই রাজনৈতিকভাবে হত্যা হয়েছিল বিএনপি। তাই এখন আন্দোলনের ক্ষেত্রে বিএনপির ভাঙ্গা হাট। আন্দোলনের ডাক দিয়েও নেতা-কর্মীরা মাঠে থাকে না।
তিনি আরও বলেন, আমি ড. কামাল ও খালেদা জিয়াকে সবিনয় বলবো যে অনেক আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের সংসদকে স্বীকৃতি দিয়েছে। অবৈধ হলে তারা স্বীকৃতি দিত না।
খালেদা জিয়ার উদ্দেশ্য করে তিনি আরও বলেন, মামলায় হাজিরা দিতে দিতে তার মাথা নষ্ট হয়ে গেছে। তাই পদ্মা সেতু জোড়াতালি দিয়ে তৈরির মতো কথা বলছেন।
তিনি বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার সরকার আবার ক্ষমতায় আনতে হবে। সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জনসভায় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাক, সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাসিম, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সোবহান গোলাপ, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ বক্তব্য রাখেন।
আরকে/টিকে
আরও পড়ুন