সানরাইজার্স হায়দরাবাদের পুঁজি ১৩২
প্রকাশিত : ২২:৩৫, ২৬ এপ্রিল ২০১৮ | আপডেট: ২২:৩৬, ২৬ এপ্রিল ২০১৮
সানরাইজার্স হায়দরাবাদের মাত্র ২৭ রানে নেই ৩ উইকেট। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নিয়েছিলেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান আর মনিশ পান্ডে। এই জুটির ওপর ভর করেই কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মোটামুটি লড়াই করার মতো পুঁজি পেয়েছে হায়দরাবাদ। ৬ উইকেট হারিয়ে তারা তুলেছে ১৩২ রান।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে সাকিবের দল হায়দরাবাদ। দলের খাতায় ১ রান উঠতেই শূন্য করে অঙ্কিত রাজপুতের শিকার হন অধিনায়ক কেন উইলিয়ামসন। আর ১১ রান করে শেখর ধাওয়ান রাজপুতের দ্বিতীয় শিকার হন। ঋদ্ধিমান সাহাকে ৬ রানে সাজঘর দেখিয়ে হায়দরাবাদকে কোণঠাসা করে ফেলেছিলেন ডানহাতি এই পেসার।
এমন নাজুক অবস্থায় দলের হাল ধরেন সাকিব আর মনিশ। চতুর্থ উইকেটে তারা গড়েন ৫২ রানের গুরুত্বপূর্ণ এক জুটি। ২৯ বলে ৩ বাউন্ডারিতে ২৮ রান করে মুজিব উর রহমানের শিকার হন সাকিব আল হাসান।
তবে মনিশ পান্ডে ব্যক্তিগত হাফসেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি। ৫১ বলে ৩ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫৪ রান করে সাঁজঘরে ফেরেন তিনি। আর শেষদিকে ইউসুফ পাঠান খেলেন ১৯ বলে অপরাজিত ২১ রানের ইনিংস।
আর