ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

সানস্ক্রিন ব্যবহারে ক্যানসারের ঝুঁকি কমে ৪০ শতাংশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ২১ জুলাই ২০১৮

কম বয়সীদের মধ্যে যারা নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করে তাদের স্কিন ক্যানসারে আক্রান্ত হওয়ার চান্স প্রায় ৪০ শতাংশ কমে যায় বলে একটা গবেষণায় জানা গেল।

হু জানিয়েছে, প্রতি বছর বিশ্বের প্রায় দুই- তিন মিলিয়ন মানুষ স্কিন ক্যানসারে আক্রান্ত হয়। মেলেনোমা ক্যানসারে আক্রান্তের পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে এবং সরাসরি সূর্যের আলোর সংস্পর্শে এলে এই ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় বলে জানা গেছে।

সকলের পক্ষে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা সম্ভব না। মহিলা, কমবয়সী এবং ব্রিটিশ ও উত্তর ইউরোপের মানুষ ও শিক্ষিত কিংবা স্কিনের সমস্যা আছে এমন মানুষদের মধ্যে নিয়মিত সানস্ক্রিন ব্যবহারের অভ্যাস দেখা যায়।

অন্যদিকে পুরুষ, বৃদ্ধ, স্বল্প শিক্ষিত বা শক্ত ত্বকের মানুষদের মধ্যে সানস্ক্রিন ব্যবহারের সচেতনতা কম এবং ফলত সানবার্নের সম্ভাবনা বেশি।

গবেষণার জন্য ১৮-৪০ বছর বয়সী ১৭০০ জন মানুষদের ওপর পরীক্ষানিরীক্ষা করা হয়।

এই গবেষণায় প্রমাণিত হয়েছে সানস্ক্রিন সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের রক্ষা করে এবং কম বয়সে মেলেনোমা এবং অন্যান্য ত্বকের সমস্যার সম্ভাবনা দূর করে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি