ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সানি লিওন আসলে গণআত্মহত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ১৬ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

নতুন বছরের শুরুতে আগের রাতে বেঙ্গালুরুতে অনুষ্ঠান করার কথা সানি লিওনের। কিন্তু সানি যদি অনুষ্ঠান করেন তবে গণআত্মহত্যা করা হবে। এমনটি হুমকি দিয়েছে ভারতের কর্নাটক রক্ষণা বৈদিক যুব সেনা। পাশাপাশি বেঙ্গালুরুর মান্যতা টেক পার্কের সামনে এই ইস্যুতে বিক্ষোভ দেখিয়েছেন সেই সংগঠনের সমর্থকরা।

কর্নাটক রক্ষণা বৈদিক যুব সেনার সদস্যদের দাবি, সানির অনুষ্ঠান বাতিল না করলে আগামী ৩১ ডিসেম্বর প্রকাশ্য রাস্তায় গণআত্মহত্যার ঘটনা ঘটবে। এই ঘোষণার পর থেকেই নানা জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করে তারা।

সংগঠনের সম্পাদক হরীশ বলেন, ‘সানির অতীত ভাল নয়। সে যে সব পোশাক পরে সেটা আমরা সমর্থন করি না। আর এ সব অনুষ্ঠান পরিবারের সকলে দেখতে আসেন। তাঁদের সামনে এ ধরনের উদাহরণ তুলে ধরতে পারি না আমরা। সানি যদি শাড়ি পরে পারফর্ম করেন আমরা দেখতে যাব। না হলে আত্মহত্যা করব।‘

এ নিয়ে দ্বিতীয় বার সানির অনুষ্ঠানের বিরোধিতা করল কর্নাটক রক্ষণা বৈদিক যুব সেনা। তাঁদের এই আচরণ বলিউডের বিভিন্ন মহলে সমালোচিত হয়েছে।

সূত্র : আনন্দবাজার

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি