ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সানি লিওনের বায়োপিক আসছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

সানি লিওন। নামটি শুনলেই কেমন যেনো মনে হয়। হয়তো বিরক্ত, অথবা অন্য রকম অনুভুতি। সে যেমনই হোক- অনেকেরই হয়তো জানতে ইচ্ছে করে কে এই সানি? কিভাবে তিনি কিরণজিৎ থেকে সানি লিওন হয়ে উঠেছিলেন? এবার সেই অজানাকে জানার পথ খুলে যাচ্ছে। সানির জীবনকে পর্দায় তুলে ধরতে আসছে তাঁর বায়োপিক।

আর এই বায়োপিকের কথা সানি নিজেই তার ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন ভক্তদের।

তিনি লিখেছেন, কেন আমি কানাডা ছেড়েছিলাম? কেন আমি আমার নাম সানি রেখেছিলাম? খুঁজুন আমার মতো আরও সানির গল্প, দেখুন কিরণজিৎ টু সানি। আমার বায়োপিক। শিগগিরই আসছে।

জানা গেছে, সানির বায়োপিকটা দেখানো হবে ওয়েব সিরিজ হিসেবে।

প্রসঙ্গত, চলতি বছরে তামিল সিনেমা ভীরামদেবীতে অভিনয় করতে যাচ্ছেন সানি। অপরদিকে কয়েকদিন আগে দু’জনকে দত্তক নেওয়ার কথাও জানান এই সাবেক নীল সিনেমার তারকা।

সেই বার্তাটি জানাতে তিনি লিখেছিলেন, তাঁর পরিবার এবার সম্পূর্ণ হয়েছে।

এর আগে গতবছর এক কন্যা সন্তানকে দত্তক নিয়েছিলেন সানি ও তাঁর স্বামী।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি