ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সানি লিওনের যে ছবি নিয়ে হইচই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ১৯ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ছবিটা দেখে ভেবাচেকা খেয়ে যেতে পারেন। ভাবছেন, ছবিটা কার হতে পারে? আপনাকে বলেই দেওয়া হল, এটি এক বিখ্যাত নায়িকার ছবি। এটাও বলে দেওয়া যেতে পারে, বেশিরভাগ দর্শক এই অভিনেত্রীকে চেনেন। এবার বলুন তো, ইনি কে?


অনুমান করাটা সত্যিই কঠিন। আসল উত্তরটা দিলে আপনি চমকে যাবেন। ইনি সানি লিওন। বিশ্বাস না হলেও এ কথা সত্যি। এটি সানি লিওনের ছবি। সানি নিজেই তা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এটা এমন কিছু যা আপনারা আগে কখনও দেখেননি। আমার নতুন প্রোজেক্ট।’


আপাতত ওয়েব দুনিয়ায় ভাইরাল এই ছবি। সবাই জানতে চাইছেন, সত্যিই কি সানি এটা আপনি? তবে কোন প্রোজেক্টের জন্য সানির এই নয়া বেশ তা অবশ্য তিনি খোলাসা করেননি। আগামী নভেম্বরে মুক্তি পাবে ‘তেরা ইনতেজার’। সেখানে আরবাজ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন সানি। তবে, এ ছবি যে ওই সিনেমার নয়, তা বলছেন বলিউড মহলের অনেকেই। একই সঙ্গে সানির নয়া লুক নিয়ে শুরু হয়েছে জল্পনাও।
সূত্র : আনন্দবাজার।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি