সানিয়াকে সময় দিতে লীগ ছাড়লেন শোয়েব মালিক
প্রকাশিত : ১৯:২২, ১৩ নভেম্বর ২০১৮
শোয়েব মালিক ও সানিয়া মির্জা। ছবি: সংগৃহীত
সবার আগে পরিবার। তার পর খেলা। এজন্য টি-টেন লীগে অংশ নেবেন না পাকিস্তানে তারকা ক্রিকেটার শোয়েব মালিক। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের এ তারকা ক্রিকেটার।
প্রথম বছরের পর এ বছরও তার খেলার কথা ছিল পাঞ্জাব লিজেন্ডসের হয়ে। কিন্তু সেটি এবার আর হচ্ছে না। শোয়েব জানান, তিনি স্ত্রী সানিয়া মির্জা ও ছেলে ইজহান মির্জা মালিককে সেই সময়টা দিতে চান।
টুইটারে তিনি লিখেছেন- ‘সব কিছুর থেকে বেশি` এখন তার কাছে গুরুত্বপূর্ণ তার পরিবার।
টানা দেশের হয়ে খেলছিলেন শোয়েব মালিক। যে কারণে গুরুত্বপূর্ণ সময়ে পরিবারের পাশে থাকতে পারেননি। আবার তাকে ফিরতে হবে দেশের জন্য, তাই বাকি সময়টা পরিবারকেই দিতে চান তিনি।
পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিক ও ভারতের টেনিস স্টার সানিয়া মির্জা ২০১০ সালে ১২ এপ্রিল বিয়ে করেন। গত ২৯ অক্টোবর পুত্রসন্তানের জন্ম দেন সানিয়া।