ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাপের কামড়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৬, ৩০ জুলাই ২০২৪ | আপডেট: ০৯:৩৪, ৩০ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

মাদারীপুরের শিবচরে সাপের কামড়ে তানিয়া (২৫) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তরবাঁশকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তানিয়া একই গ্রামের সৌদি প্রবাসী দিলু মল্লিকের স্ত্রী ও এক সন্তানের জননী। তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

জানা যায়, রাতে তানিয়া ঘরের বাইরে বের হতে যান। দরজার সামনে পা ফেলতেই একটি সাপ তাকে কামড় দেয়। তানিয়ার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসে। তাকে উদ্ধার করে স্থানীয় দাদন হাওলাদার নামে এক কবিরাজের কাছে নেয়া হয়। 

পরে অবস্থার অবনতি হলে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের শ্বশুর জহির উদ্দিন মল্লিক বলেন, ‘সাপের কামড়ে আমার পুত্রবধূর এমন মৃত্যু হবে সেটা মেনে নিতে পারছি না।’
 
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ আজিজুল হক খান বলেন, ‘হাসপাতালে আনার আগেই তানিয়ার মৃত্যু হয়। স্থানীয় ফকির বা কবিরাজের কাছে না নিয়ে প্রথমেই হাসপাতালে নেয়া হলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার গোলদার বলেন, ‘সাপের কামড়ে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খুবই দুঃখজনক।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি