সাপ্তাহিক বন্ধের দিনে জমজমাট চট্টগ্রামের কাঁচাবাজার
প্রকাশিত : ১০:২০, ২৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১০:২০, ২৯ এপ্রিল ২০১৬
সাপ্তাহিক বন্ধের দিনে জমজমাট বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন কাঁচাবাজার। তবে বরাবরের মত বিক্রেতারা দাম স্থিতিশীল বলে দাবী করলেও ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবিও জানিয়েছেন ক্রেতারা।
চিচিঙ্গা, পেপে, পটল, টমেটোসহ বিভিন্ন ধরণের সবজিতে ছেয়ে গেছে চট্টগ্রামের কাঁচা বাজার। কমতি নেই গ্রীষ্মকালীন শাক সবজিরও। ক্রেতা সমাগমও প্রচুর।
তীব্র দাবদাহে কাঁচাবাজারে বেড়েছে গ্রীষ্মকালীন শাক সবজির সরবরাহ। পাওয়া যাচ্ছে দেশী প্রজাতির বিভিন্ন মাছের সাথে সামুদ্রিক মাছ। তবে দাম কিছুটা বেশী।
বাজারে সরবরাহের কমতি নেই মুরগী আর গরুর মাংসের। এক্ষেত্রেও ক্রেতাকে গুনতে হচ্ছে বাড়তি মুল্য।
বেশি দামে পণ্য কেনার কারণেই বাজার উর্ধমুখি বলে জানালেন বিক্রেতারা।
এক্ষেত্রে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি ক্রেতাদের।
সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপশি মনিটরিং জোরদার করা গেলে পণ্যের দাম সহনশীল রাখা সম্ভব বলে মনে করছেন ক্রেতা ও বিক্রেতারা।
আরও পড়ুন