ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

সাফারি পার্কে সবার আগ্রহের কেন্দ্রে সাদা বাঘ-শাবক [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ১৮ সেপ্টেম্বর ২০১৮

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রথমবারের মতো জন্ম নিলো সাদা বাঘ-শাবক। বিরল প্রজাতির শাবকটি এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এটি যেন সুস্থভাবে বেড়ে ওঠে সে লক্ষ্যে কাজ করছে সাফারি পার্ক কর্তৃপক্ষ।

তুলতুলে সফেদ রঙ শরীর। তার ওপর কালো ডোরাকাটা দাগ। মায়াবী নীল চোখ। সুযোগ পেলেই ভাইবোনদের সাথে খুনসুটিতে মেতে ওঠছে শুভ্রসাদা শাবকটি।

গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে আগস্ট মাসে জন্ম নেয় বাঘের তিনটি ছানা। এদের দুটি মেয়ে ও একটি ছেলে। তিনটির মধ্যে দুটি স্বাভাবিক রঙ পেলেও একটি হয় সাদা রঙের। আর এই বাঘ শাবকটি ঘিরেই এখন সবার আগ্রহ।

পরিচর্যাকারী জানান, সাদা শাবকটি যাতে মাতৃসান্নিধ্যে থেকে স্বাভাবিকভাবে বেড়ে ওঠতে পারে সে জন্য নিয়ম মেনে খাবারদাবার দেওয়া হচ্ছে। শাবকটি দেড় বছর পর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান পার্কের এই কর্মকর্তা।

বাংলাদেশে চট্টগ্রাম চিড়িয়াখানার পর, গাজীপুরে দ্বিতীয়বারের মতো জন্ম হলো বিরল প্রজাতির এই সাদা বাঘ শাবকের।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি