ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

সাফে কঠিন গ্রুপে বাংলাদেশ, সঙ্গী যারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ১৭ মে ২০২৩

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র চূড়ান্ত হয়েছে। যেখানে বি-গ্রুপে লেবানন, মালদ্বীপ ও ভুটানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ ফুটবল দল।

এ-গ্রুপে স্বাগতিক ভারতের প্রতিপক্ষ কুয়েত, নেপাল ও পাকিস্তান। এবারের চ্যাম্পিয়নশিপে সাফ অঞ্চলের বাইরে থেকে আমন্ত্রিত দল হিসেবে খেলবে কুয়েত ও লেবানন। 

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্টটির ১৪তম আসর এটি। রবিন রাউন্ড পদ্ধতিতে দুই গ্রুপ থেকে সেরা দুটি করে দল অংশ নেবে সেমিফাইনালে। 

গেল আসরে মালদ্বীপ ও ভারত ফাইনালে উঠেছিল। তার আগের আসরে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছিল মালদ্বীপ। 

এবারের সাফের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ২১ জুলাই।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি