ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

সাবার ‘পাপ কাহিনী’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৩, ৬ মে ২০১৮

সোহানা সাবা। দেশের আলোচিত মডেল ও অভিনেত্রী। গত সপ্তাহ থেকে অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়ের পরিচলনায় ‘পাপ কাহিনী’ চলচ্চিত্রের কাজ শুরু করেছেন তিনি। এর পাশাপাশি তিনি ব্যস্ত আছেন উপস্থাপনা নিয়ে। তবে নতুন সিনেমা নিয়ে শুরু হয়েছে তার ব্যস্ততা।

এ বিষয়ে সোহানা সাবা বলেন, ‘এর আগে শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় টিভি নাটকে অভিনয় করেছিলাম। তখন থেকেই তার নিদের্শনার সঙ্গে পরিচিত। এবার চলচ্চিত্রে কাজ করছি। তিনি বেশ পরিশ্রমী নির্মাতা। গুছিয়ে কাজ করতে পছন্দ করেন। গত ২ মে থেকে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে। বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে চলচ্চিত্রটির কাজ। এরই মধ্যে আমি তিন দিন কাজ করেছি।’

সিনেমাটির গল্প নিয়ে তিনি বলেন, ‘বিনোদন অঙ্গনের নানান ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এটি। সিনেমাতে দেখা যাবে দুই বোন। যারা দু`জনই বিনোদন অঙ্গনে কাজ করেন। ঘটনাক্রমে একদিন একজন নিখোঁজ হন। তাকে খুঁজে বের করার দায়িত্ব নেন এক পুলিশ অফিসার। ঘটে নানা ঘটনা। ছোট বোনের ভূমিকায় অভিনয় করছেন তমা মির্জা আর পুলিশ অফিসারের চরিত্রে আনিসুর রহমান মিলন।’

সাবা আরও বলেন, ‘চলচ্চিত্রে অভিনয়ের শুরু থেকেই আমি অনেক বেশি স্বার্থপর বলতে পারেন। শুরু থেকেই আমি একটি কথা মেনে এসেছি। সংখ্যা নয়, মানটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। বছরে পাঁচটা খারাপ সিনেমাতে অভিনয়ের চেয়ে দুই বছরে একটা ভালো মানের সিনেমাতে অভিনয় করব। সেই হিসেবে শাহরিয়ার নাজিম জয়ের কাছে সিনেমার গল্প শুনলাম। মনে হলো, এতে আমার অভিনয়ের অনেক সুযোগ আছে। ব্যস রাজি হলাম। আর আমি চাই অভিনয় দিয়েই নিজেকে ভাঙতে।’

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি