ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সাবিনা ইয়াসমিনকে ভিসা দেয়নি কানাডা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৯, ৪ আগস্ট ২০১৭ | আপডেট: ২০:৪৪, ৫ আগস্ট ২০১৭

উপমহাদেশের খ্যাতিমান শিল্পী সাবিনা ইয়াসমিনকে ভিসা দেয়নি কানাডা। আগামী ৭ আগষ্ট টরন্টোতে অনুষ্ঠেয় কানাডা-বাংলাদেশ ফেস্টিভ্যালে তাঁর গান গাওয়ার কথা ছিল।

এক বিবৃতিতে ফেস্টিভ্যাল আয়োজকরা জানিয়েছেন, “ কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমীন এবং অন্যান্য শিল্পীবৃন্দ ভিসা সংক্রান্ত জটিলতায় নির্দিষ্ট সময়ে আমাদের মাঝে উপস্থিত থাকতে পারছেন না। অপ্রত্যাশিত এ ঘটনায় আয়োজকরা আন্তরিকভাবে দুঃখিত। ”

আয়োজকরা জানান, অনুষ্ঠানের অন্যান্য আয়োজন অপরিবর্তিত থাকবে। তারা  সবাইকে অনুষ্ঠানে অংশ গ্রহনের অনুরোধ জানিয়েছেন। জানা গেছে, অন্যান্য অতিথি শিল্পীরা এই ফেস্টিভ্যালে অংশ নিচ্ছেন এবং গান গাইবেন।

প্রসঙ্গত, কানাডার ১৫০তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশি কমিউনিটির  উদ্যোগে  এই কানাডা- বাংলাদেশ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। টরন্টোর বাঙালি পাড়া হিসেবে পরিচিত ডেনফোর্থ সংলগ্ন ডেনটোনিয়া পার্কে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে।

ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি