ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সাবিনা খাতুনের হ্যাটট্রিকে ফাইনালে ধিবেহি সিফাইং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৯, ৩০ অক্টোবর ২০২২

মালদ্বীপের লিগে হ্যাটট্রিক করলেন বাংলাদেশ নারী দলে অধিনায়ক সাবিনা খাতুনের। মালেতে ফাইভ-এ-সাইড টুর্নামেন্টে এই স্ট্রাইকারের হ্যাটট্রিকে ফাইনালে উঠেছে ধিবেহি সিফাইং।

শনিবার রাতে অনুষ্ঠিত সেমিফাইনালে সাবিনাদের দল ৬-২ গোলে হারিয়েছে ওয়ামকোকে। 

দারুণ নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন।  বাংলাদেশের আরেক ফুটবলার সুমাইয়াও করেছেন ১ গোল।

প্রথম সেমিফাইনালে ওয়ামকোকে বিধ্বস্ত করেছে ৬-২ গোলে। 

ম্যাচ শুরুর ৬ মিনিটে এগিয়ে যাং ওয়ামোকা। ৩৬ মিনিটে আরও একটি গোল পায় তারা। তবে ৩০,৩৩ ও ৪০ মিনিটে তিনটি গোল করে ঝলক দেখান সাবিনা। 

এ নিয়ে টুর্নামেন্টে সাবিনার গোলসংখ্যা ১৫টি। 

পঞ্চমবারের মতো মালদ্বীপের ঘরোয়া ফুটবল খেলতে গেছেন দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। গত বছরের মতো এবারও সাবিনার সঙ্গী হয়েছেন জাপানে জন্ম নেওয়া বাংলাদেশের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া।

আগামী ৩ নভেম্বর ফাইনালে এমপিএল-এর মুখোমুখি হবে তারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি