ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাবেক উপসচিব আইরিন পারভীনের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৪, ২৪ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার স্ত্রী সাবেক উপসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সাবেক ভিপি আইরিন পারভীন বাঁধনের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। 

ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১৬ সালের এই দিনে ৪৮ বছর বয়সে তিনি মারা যান।

দিনটি উপলক্ষে পারিবারিকভাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

পরিবারের পক্ষ থেকে আইরিন পারভীন বাঁধনের স্বামী ইসহাক আলী খান পান্না এবং একমাত্র ছেলে খান ইফতেশাম আবতাহি আরিয়ান তার রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি