সাবেক এফবিআই প্রধান যুক্তরাষ্ট্রকে আঘাত করেছে
প্রকাশিত : ১২:৩৬, ১৯ মে ২০১৭ | আপডেট: ১৩:৩০, ১৯ মে ২০১৭
মার্কিন নির্বাচনে রুশ আঁতাতের অভিযোগ তদন্তে সাবেক এফবিআই প্রধান রবার্ট মুয়েলারকে নিয়োগ যুক্তরাষ্ট্রকে আঘাত করেছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মুয়েলারের নিয়োগ প্রমান কওে আমেরিকা বিভক্ত হয়ে যাচ্ছে এবং এটি একটি সমন্বয়হীন দেশের পথে যাচ্ছে। এসময় তিনি আবারো নির্বাচনের সময় রুশ সংযোগের বিষয়টি অস্বীকার করেন। পুরো ঘটনাটিকে সাজানো বলেও দাবি করেন ট্রাম্প। এফবিআই প্রধান জেমস কোমিকে বরখাস্তের বিষয়ে তিনি বলেন, কোমির বিরুদ্ধে শুধুমাত্র রিপাবলিকানরাই নয়, ডেমোক্র্যাটিক দলেও ব্যপক সমালোচনা রয়েছে। সব কিছু বিবেচনা করেই ওই সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলেও জানান ট্রাম্প।
আরও পড়ুন