ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাবেক এমপি অধ্যক্ষ নজরুলের মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩, ১৭ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য, চরফ্যাসন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, আওয়ামী লীগ নেতা মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯২ সালের ১৭ সেপ্টেম্বর তিনি ইন্তেকাল করেন। তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির বাবা।

নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবার, অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশন, উপজেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে শোক র‌্যালি, মরহুমের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কোরআনখানি, দোয়া মোনাজাত, কাঙালিভোজ ও কবর জিয়ারত।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি