ঢাকা, বুধবার   ২৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সাবেক এমপি মোয়াজ্জেম হোসেনের মৃত্যুবার্ষিকী কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ২৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা কমান্ডার ও কেন্দ্রীয় সমবায় মার্কেটিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের ২৩তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার (২৬ মার্চ)।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোয়াজ্জেম হোসেন ১৯৬৮ সালে পাকিস্তান এয়ারফোর্সে যোগ দেন। কিন্তু ১৯৭১ সালে দেশমাতৃকার ডাকে সাড়া দিয়ে ৯ নম্বর সেক্টরে মেজর জলিলের নেতৃত্বে মুক্তিযুদ্ধে যোগ দেন। আমতলী ও কলাপাড়া থানায় মুক্তিবাহিনী গঠনের মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন মসজিদ, এতিমখানা এবং জন্মস্থান ধুলাসার ইউনিয়নসহ মহিপুর থানা মসজিদে কোরআনখানী ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া, ঢাকার বঙ্গবাজার মসজিদ ও মাদ্রাসাতেও তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

২০০২ সালের ২৬ মার্চ, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের সময় খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি