সাবেক ক্রিকেটার গোপাল বসু আর নেই
প্রকাশিত : ১২:৪৭, ২৬ আগস্ট ২০১৮
সাবেক ক্রিকেটার গোপাল বসু আর নেই। লন্ডনের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। ৭১ বছর বয়সী এই ক্রিকেটার কিডনির সমস্যায় ভুগছিলেন।
সম্প্রতি লন্ডনে গিয়ে বুকে ব্যথা শুরু হয়। সেখানেই একটি হাসপাতালে ভর্তি করান তার ছেলে অরিজিৎ বসু। রাখা হয় আইসিইউ-তে। রবিবার ভারতীয় সময় সকাল সাড়ে আটটা নাগাদ তার মৃত্যু হয়।
জানা গেছে, সম্প্রতি সস্ত্রীক লন্ডনে বেড়াতে গিয়েছিলেন গোপাল বসু। কয়েক দিন আগে তার শারীরিক সমস্যা শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে আইসিইউ-তে রাখা হয়। ৭২ ঘণ্টা থাকার পর চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। কিন্তু রবিবার ভোরে অবস্থার অবনতি হয়।
সূত্র : আনন্দবাজার
এসএ/