ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সাবেক ডিফেন্ডার জর্জ আন্দ্রেদের জন্মদিন আজ

প্রকাশিত : ১৮:৫২, ৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৫২, ৯ এপ্রিল ২০১৬

জর্জ আন্দ্রেদ। পর্তুগাল জাতীয় ফুটবল দলের সাবেক ডিফেন্ডার। আন্দ্রেদের জন্ম লিসবনে ১৯৭৮ সালের ৯ই এপ্রিল। দর্শক আজ জর্জ আন্দ্রেদের জন্মদিনে চলুন জেনে নেই তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু অংশ। সাবেক এই পর্তুগিজ ডিফেন্ডারের পুরো নাম জর্জ ম্যানুয়েল আলমেইডা গোমেজ ডি আন্দ্রেদ। দীর্ঘ নামের অধিকারী এই মানুষটি ফুটবল বিশ্বে জর্জ আন্দ্রেদ নামেই পরিচিত। কিশোর বয়সেই ফুটবলের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে তাঁর। পাসিং দক্ষতা বাড়ানোর পাশাপাশি নিজেদের গড়ে তোলেন একজন আন্তজার্তিক মানের খেলোয়াড় হিসেবে। ১৯৮৬ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত পর্তুগালের আমাদোরা ক্লাবের সবগুলো পর্যায়েই খেলেন আন্দ্রেদ। অভিজ্ঞতার ঝুলি আরও ভারী করতে ২০০০ সালেই পাড়ি জমান পোর্তোতে। দু মৌসুম সেখানে থাকার পর যাক আসে স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো থেকে। এখানে বেশ কয়েক বছর থেকে ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত সর্বশেষ খেলেন জুভেন্টাস ক্লাবে। পর্তুগাল অনুর্ধ্ব-২১ দলে যোগ দানের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাঠে যাত্রা শুরু হয় ১৯৯৯ সালে। খুব বেশি দিন এখানে থাকতে হয় নি। ডিফেন্ডিংয়ে দারুণ কৌশলী হওয়ায় ২০০১ সালেই জাতীয় দল থেকে ডাক পেয়ে যান জর্জ আন্দ্রেদ। অংশ নেন ফিফা ২০০২ বিশ্বকাপ এবং ২০০৪ উয়েফা ইউরোতে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি