ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাবেক নাম্বার ওয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভার জন্মদিন আজ

প্রকাশিত : ১৬:১৪, ১৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৬:১৪, ১৯ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা। সাবেক নাম্বার ওয়ান টেনিস তারকা। টেনিস কোর্টে অসাধারন নৈপুণ্য দেখিয়ে সৃষ্টি করেছেন অসংখ্য ভক্ত-সমর্থক। শারাপোভা ১৯৮৭ সালের ১৯শে এপ্রিল রাশিয়ার নায়াগানে জন্মগ্রহণ করেন । দর্শক আজ এই রুশ টেনিস তারকার জন্মদিনে জেনে নেই তাঁর টেনিস ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। রাশিয়ান লাস্যময়ী টেনিস তারকা মারিয়া শারাপোভা। টেনিস খেলা শুরু করেন একেবারে ছোটবেলা থেকে। মূলত ২০০০ সালে এডি হার আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতার শিরোপা জয়ের মধ্য দিয়ে তার টেনিস ক্যারিয়ার শুরু। পরের বছর পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে নাম লেখান প্যাসিফিক লাইফ ওপেন টেনিসে। বর্তমানে নয় নাম্বার র‌্যাঙ্কিংয়ে থাকা এই টেনিস তারকা শুধু খেলা দিয়েই নয়, অত্যন্ত ফ্যাশন সচেতনতার জন্যও ব্যাপক পরিচিত। মাত্র ১৪ বছর বয়সে পেশাদার টেনিসে নাম লেখানোর পর জিতেছেন অসংখ্য শিরোপা। এখন পর্যন্ত তিনি পাঁচটি গ্রান্ডস্ল্যামসহ জিতেছেন চৌত্রিশটি ডব্লুউটিএ এককের শিরোপা। রাশিয়ার এক নম্বর এই টেনিস তারকা জিতেছেন দুটি ফ্রেঞ্চ ওপেনে আর একটি করে উইম্বলডন, ইউএস ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। টেনিসে অসাধারন প্রতিভার জন্য ২০১১ সালে তিনি বিশ্বের সেরা ৩০ জন প্রমীলা টেনিস খেলোয়াড়ের তালিকায় জায়গা করে নেন। পরের বছরেই জায়গা করে নেন সর্বকালের সেরা একশ টেনিস তারকার তালিকায়। বেশ কয়েক বছর ধরে কোর্টের বাইরে এই টেনিস সেনসেশন বিশ্বের নামী ব্র্যন্ডের মডেল হিসেবেও কাজ করে আসছেন। ২০০৭ সালে জাতিসংঘের ডেভলপমেন্ট প্রোগ্রম-এর শুভেচ্ছা দুত হিসেবে নিযুক্ত হন শারাপোভা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি