ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ২৯ অক্টোবর ২০২৩

সাবেক প্রতিমন্ত্রী রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জিনাতুন নেসা তালুকদার মারা গেছেন।

রোবাবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টা ৩০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তার জ্যেষ্ঠ সন্তান মাহমুদ হাসান ফয়সল (সজল) এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আম্মা অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি লাইফ সাপোর্টে ছিলেন। আজ সকালে তিনি মারা গেছে। আগামীকাল সোমবার বাদ জোহর রাজশাহীর টিকিপাড়া ঈদগাহা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে রাজশাহী হেতমখা গোরস্তানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জিনাতুন নেসা তালুকদার রাজশাহী জেলার তৎকালীন বাগমারা-মোহনপুর সংসদীয় আসনের সংসদ সদস্য থেকে ১৯৯৭ সালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হন। এরপর মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি নওহাটা ডিগ্রী কলেজে অধ্যাপনা এবং বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী জেলা শাখায় নেতৃত্ব দেওয়াসহ বর্ণাঢ্য জীবনের অধিকারী ব্যক্তিত্ব ছিলেন তার জীবদ্দশায়।

এমএম//

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি