ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৮, ২৪ নভেম্বর ২০২৪

সাবেক প্রধান বিচারপতি বিচারপতি মো. রুহুল আমিন মারা গেছেন। সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে আদালত প্রাঙ্গণে। আজ সুপ্রিম কোর্টে বিচার কাজ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। 

রোববার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে এই হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা জানান, সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুযায়ী সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের স্মৃতির প্রতি প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির সব প্রশাসনিক কাজ চলমান থাকবে।

মো. রুহুল আমিন দেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে ২০০৭ সালের ১ মার্চ যোগদান করেন। ২০০৮ সালের ৩১ মে অবসরে যান তিনি।

১৯৪১ সালের ১ জুন লক্ষীপুরে জন্ম গ্রহণ করেন সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন। তিনি ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম এ করার পর ১৯৬৫ সালে এলএলবি করেন। ১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 

আর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তালিকাভুক্ত হন ১৯৮১ সালে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি