ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

সাভারে একটি প্লাষ্টিক কারখানায় আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৭, ২০ এপ্রিল ২০১৭

সাভারে একটি প্লাষ্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। সে সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হন ৫ শ্রমিক।

বিরুলিয়ার খাগান এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গেল রাত ১১টার দিকে জি.কিউ. প্লাস্টিক ইন্ডাস্টিজের ভেতর থেকে ধোয়া বের হতে দেখে স্থানীয়রা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে । ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টায় পর আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানায় প্রায় ১শ’ শ্রমিক কাজ করে। রাত ১২টা পর্যন্ত কারখানায় কাজ চলে বলে জানায় স্থানীয়রা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি