ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

সাভারে কেক কেটে একুশের জন্মদিন পালন

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৭, ১৫ এপ্রিল ২০২৩

একুশে টেলিভিশন পরিবর্তনের অঙ্গীকার নিয়ে তেইশ পেরিয়ে চব্বিশে পদার্পণ। এ উপলক্ষে স্থানীয় সাংবাদিক, শিক্ষাবিদ ও ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে আলোচনা সভা ও জন্মদিনের কেক কাটা হয়েছে।

শুক্রবার ( ১৪ এপ্রিল) সন্ধ্যার পর সাভার প্রেসক্লাবে এই আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাভার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি নিউজ-২৪ ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক নাজমুল হুদা তিনি বলেন, আমার জীবনে বড় হওয়া শুরু হয় একুশে টেলিভিশনে কাজ করার মধ্য দিয়ে, আমার নাম, যশ, যাই হয়েছে একুশে টেলিভিশনের মাধ্যমেই। আমি একুশে টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করি।

এ সময় সাভার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির  সাধারণ সম্পাদক আরটিভির জিয়াউর রহমান জিয়া একুশে টেলিভিশন নিয়ে স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ছোটবেলায় বিটিভির পাশাপাশি একুশে টেলিভিশন দেখার জন্য এ বাড়ি ও বাড়ি ছোটাছুটি করতাম।

সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আশ্চর্য বলেন, প্রেসক্লাবে একুশে টেলিভিশনের অনুষ্ঠান করতে পেরে আমি খুবই আনন্দিত। সবশেষে একুশে টেলিভিশনের মঙ্গল কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার হালিম, মাছরাঙ্গা টেলিভিশনের ঢাকা জেলা উত্তরের রিপোর্টার সৈয়দ হাসিব, দীপ্ত টেলিভিশনের রিপোর্টার এম এ হালিম, দেশ রূপান্তরের রিপোর্টার ওমর ফারুক, গণ রায়ের সম্পাদক রিয়াজুল ইসলাম বিপ্লব, গ্লোবাল টেলিভিশনের রিপোর্টার তোফা সানি, সাভার প্রেসক্লাবের অন্যতম সদস্য রওশন, বিটিভি সাংবাদিক গোলাম মোস্তফাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি