
সাভারে ঢাকা আরিচা মহাসড়কে সংস্কার কাজ চলায় রেডিওকলোনী থেকে নবীনগর পর্যন্ত দীর্ঘ ১০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে।
এর ফলেম তীব্র গরমে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। মহাসড়ক সংস্কার কাজ চলায় এই পথে আটকা পড়েছে হাজারো দূরপাল্লার যানবাহন। বাস যাত্রীরা জানায় ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের সামনে ও বিশমাইলে সংস্কার কাজ চলায় মহাসড়কের রেডিওকলোনী থেকে নবীনগর পর্যন্ত যানজট দেখা দিয়েছে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ২৬ শে মার্চকে সামনে রেখে ঢাকা-আরিচা মহাসড়কের ক্ষতিগ্রস্থ অংশের মেরামতের কাজ চলায় যানজটের সৃষ্টি হয়েছে।