ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

সাভারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৬, ২৯ অক্টোবর ২০১৮ | আপডেট: ০০:১৪, ৩০ অক্টোবর ২০১৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পার্শ্ববর্তী আমবাগান এলাকায় এক নির্মাণাধীন ভবনের ছয়তলা থেকে পড়ে গিয়ে একজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে চারটা’র দিকে এ ঘটনা ঘটে।জাবি সংবাদদাতা 

নিহত নির্মাণশ্রমিকের নাম পারভেজ (২৮)। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায়। তিনি এই ভবন নির্মানের সাব-কন্ডাক্টার হিসেবে কাজ করতেন। মৃতের শ্যালক ইয়াসিন (৩৫) বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেটে নিরপত্তা কর্মীদের কাছ থেকে লাশ গ্রহণের সময় এ তথ্য জানান।

ওই নির্মাণাধীন ভবনের কয়েকজন নির্মাণশ্রমিক জানান, সোমবার বিকেলে মালিকদের একজন আব্দুল করিম ভবন পরিদর্শনে আসেন। এ সময় পারভেজ দ্বিতীয় তলায় ছিলেন। এরপর আব্দুল করিমের সঙ্গে কথা বলতে বলতে পারভেজ ছয়তলায় ওঠেন। কিছুক্ষণ পর ভবনের উপর থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনা যায়। সেখানে গিয়ে পারভেজকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে জাবি চিকিৎসা কেন্দ্রে  নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল করিম বলেন, ‘ভবনের রেলিংয়ের কাজ চলছিলো। কাজের খোঁজ নেওয়ার জন্য আমি বিকেলে সেখানে যাই। রেলিংয়ের কাজের অবস্থা দেখতে আমি ছয়তলায় উঠি। দ্বিতীয় তলায় পারভেজের সঙ্গে আমার দেখা হয়। তার সঙ্গে কথা বলতে বলতে আমি ছয়তলায় উঠি। সেখানে শ্রমিকরা কাজ করছিলেন। কিছুক্ষণ পর আমি পিছনের দিক থেকে শব্দ শুনতে পাই। ফিরে দেখি পারভেজ নেই। পরে নিচে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই।’

জাবি চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক ডা. তৌহিদ হাসান শাহ চৌধুরী বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক ব্যক্তিকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয়। তবে চিকিৎসা কেন্দ্রে আনার আগেই তার মৃত্যু ঘটে। এ সময় তার মাথা, মুখ এবং পা রক্তাক্ত অবস্থায় ছিলো।’

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি